


অক্টোবর ২৩: যুক্তরাষ্ট্র-চীন ব্যবসা পরিষদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে এক নৈশভোজের আয়োজন করা হয়। চীনের জাতীয় গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র ভাইস চেয়ারম্যান হু ছুন হুয়া এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তিনি বলেন, চীনা অর্থনীতির উন্নয়নের বিশাল সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে বিদেশীদের জন্য চীনের দরজা ক্রমশ বিস্তৃত হবে। মার্কিন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে চীনে বেশি বেশি বিনিয়োগ করতেও আহ্বান জানায় বেইজিং।
তিনি আরও বলেন, পঞ্চাশ বছর আগে প্রতিষ্ঠার পর থেকে দু’দেশের শিল্প ও বাণিজ্য মহলের বিনিময় ও যোগাযোগ বাড়াতে যুক্তরাষ্ট্র-চীন ব্যবসা পরিষদ অনেক কাজ করেছে। পরিষদ ভবিষ্যতেও এমন ইতিবাচক ভূমিকা রেখে যাবে বলে আশা করা যায়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।