


অক্টোবর ২২: ফিলিস্তিন-ইসরাইল পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে যেতে না-দিতে গতকাল (সোমবার) আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন।
ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদের উন্মুক্ত সভায় এ আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সমাজকে দৃঢ় রাজনৈতিক ইচ্ছা ও কার্যকর রাজনৈতিক তত্পরতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, দৃঢ়ভাবে সহিংসতা ও সহিংসতার প্ররোচনার বিরোধিতা করতে হবে, এবং আন্তর্জাতিক আইনকে আন্তরিকভাবে রক্ষা করতে হবে।
চাং চুন বলেন, সাম্প্রতিক কালে ফিলিস্তিন-ইসরাইল সম্পর্কের চরম অবনতি ঘটেছে, সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, বেসামরিক মানুষ হতাহত হচ্ছে। চীন এতে গভীরভাবে উদ্বিগ্ন। বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সকল ধরনের সহিংসতা, শিশুহত্যা, ও নিরাপত্তা বাহিনীর অত্যধিক শক্তি প্রয়োগের তীব্র বিরোধিতা করে বেইজিং।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবশ্যই সংযম বজায় রাখতে হবে এবং দখলদার পক্ষের উচিত আন্তর্জাতিক আইনের অধীনে তার বাধ্যবাধকতাগুলো আন্তরিকভাবে পূরণ করা এবং অধিকৃত অঞ্চলের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।