


সাম্প্রতিক বছরগুলোতে, সামগ্রিক প্রতিষ্ঠা ও পুনর্গঠনের পরে, লাসা শহরে বারখোর রাস্তা সম্প্রসারিত হয়েছে। এটি জোখাং মন্দিরের চারপাশে পুরানো রাস্তাকে ঘিরেই হয়েছে। সেই সঙ্গে, বারখোর পূর্ব রাস্তা, বারখোর পশ্চিম রাস্তা, বারখোর দক্ষিণ রাস্তা এবং বারখোর উত্তর রাস্তাকে নিয়ে গঠিত হয়েছে রাস্তার রিং। এর দৈর্ঘ্য ১০০০ মিটারের বেশি। রাস্তায় মোট ৩৫টি উপরাস্তা ও গলি রয়েছে। বারখোর রাস্তার বিভিন্ন স্থাপত্যের রঙ মূলত সাদা। দক্ষিণ-পূর্ব কোণে একটি ছোট হলুদ দোতলা ভবন বিশেষভাবে নজরকাড়া। কথিত আছে যে, এই ছোট ভবনটি ষষ্ঠ দালাই লামা সাংইয়াং গ্যাতসোর বিশ্রাম নেওয়ার জায়গা।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।