


অগাস্ট ৪: চীনের বাণিজ্য মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত এক পরিসংখ্যানে জানায়, ২০২৩ সালের প্রথমার্ধে দেশে সেবা খাতের বাণিজ্য প্রবৃদ্ধির প্রবণতা বজায় রেখেছে। এর আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ৩১৩৫.৮৪ বিলিয়ন ইউয়ান, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৮.৫ শতাংশ বেড়েছে।
পরিসংখ্যানে বলা হয়, বছরের প্রথমার্ধে চীনে সেবা সংক্রান্ত রপ্তানির পরিমাণ ছিল ১৩২৩.২২ বিলিয়ন ইউয়ান, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৫.৫ শতাংশ কমেছে; আমদানির পরিমাণ ১৮১২.৬২ বিলিয়ন ইউয়ান, যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ২২.১ শতাংশ বেড়েছে; সেবা খাতের বাণিজ্যিক ঘাটতি ৪৮৯.৪ বিলিয়ন ইউয়ান।
তথ্য-সংশ্লিষ্ট পরিষেবা বাণিজ্যের অনুপাত বেড়েছে। প্রথমার্ধে তথ্য-সংশ্লিষ্ট পরিষেবা বাণিজ্যের আমদানির পরিমাণ ১৩৬৩.৯২ বিলিয়ন ইউয়ান। যা ২০২২ সালের এ সময়ের তুলনায় ১২.৩ শতাংশ বেশি। আমদানি ও রপ্তানির মোট পরিমাণ পরিষেবা বাণিজ্যের ৪৩.৫ শতাংশ, যা আগের চেয়ে ১.৫ শতাংশ বেড়েছে।
তা ছাড়া, পর্যটন সেবা স্পষ্টভাবে পুনরুদ্ধার হয়েছে। প্রথমার্ধে পর্যটন খাতের আমদানি ও রপ্তানির মোট পরিমাণ ৬৫০.৯৪ বিলিয়ন ইউয়ান। যা ২০২২ সালের একই সময়ের তুলনায় ৬৫.৪ শতাংশ বেশি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।