


অগাস্ট ৪: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন গতকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদের সংঘর্ষ ও খাদ্যশস্য নিরাপত্তা সমস্যা সংক্রান্ত উচ্চ পর্যায়ের উন্মুক্ত বিতর্কে বলেন, খাদ্যশস্যের নিরাপত্তা সংকটের মূল কারণ, বৈশ্বিক উন্নয়নের ভারসাম্যহীনতা। খাদ্য নিরাপত্তা সমস্যায় কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চীন সবসময় বাস্তব পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক খাদ্যশস্য নিরাপত্তায় অবদান রাখছে।
তিনি বলেন, বর্তমান বৈশ্বিক খাদ্যশস্য নিরাপত্তা পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে, জাতিসংঘের সংস্থার পেশাগত সুবিধা ও সমন্বয়কারী ভূমিকা পালনে সমর্থন করে চীন। আন্তর্জাতিক সমাজ বিশেষ করে উন্নত দেশগুলোর মানবিক সহায়তার ক্ষেত্র সম্প্রসারণ করতে হবে, যাতে সংশ্লিষ্ট দেশগুলোর জরুরি সমস্যা সমাধান করা যায়। আন্তর্জাতিক সমাজের উচিত যৌথ অভিযান চালানো এবং নিরাপত্তা পরিষদের ২৪১৭নং প্রস্তাবসহ সংশ্লিষ্ট বিষয় বাস্তবায়ন করা।
তিনি জোর দিয়ে বলেন, খাদ্যশস্যের নিরাপত্তা সমস্যায় চীন নিজের যথাসাধ্য প্রচেষ্টা চালিয়েছে। বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব এবং আন্তর্জাতিক খাদ্যশস্য নিরাপত্তায় সহযোগিতামূলক প্রস্তাব উত্থাপন করেছে চীন, ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের সঙ্গে কৃষি সহযোগিতা চালিয়েছে এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকে এক সহস্রাধিক কৃষি প্রযুক্তি শিখিয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।