


১৭৯১ সালের পর, অষ্টম দালাই লামা কিয়াংবাই গ্যাতসো ড্রাগন কিং লেকের পুঙ্খানুপুঙ্খ সংস্কার করেন। পাশাপাশি, লুংওয়ানথানের ৮০ মিটার দক্ষিণ-পশ্চিমে একটি হাতিঘরও তৈরী করা হয়। আর এর নামকরণ করা হয় ‘পারফেক্ট প্যারাডাইস’। বেশকিছু মেরামতকাজের পর, বর্তমান ড্রাগন কিং লেকটি লাসার প্রথম বড় পার্কে পরিণত হয়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।