


অগাস্ট ৩: গত ২৭ জুলাই টোঙ্গার নুকু’আলোফা বন্দরে পৌঁছানোর পর থেকে ‘সম্প্রীতিময় মিশন ২০২৩’-এ দায়িত্ব পালন করছে চীনা নৌবাহিনীর পিস আর্ক নামের ভাসমান হাসপাতাল জাহাজ। এর সব অফিসার ও বাহিনীর যথাসাধ্য প্রচেষ্টায় স্থানীয় জনগণ এবং প্রবাসী চীনাদের চিকিত্সা সেবা দেওয়া হচ্ছে। চিকিত্সায় জীবন বাঁচানোর মাধ্যমে শান্তির ধারণা তুলে ধরা হয়। তাদের দৈনিক অপারেশনের সংখ্যা ১৪টি, দৈনিক চিকিত্সার সংখ্যা ১১০৫। যা এই মিশন শুরুর এক মাসে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে।
চীনা নৌবাহিনীর হাসপাতাল জাহাজের এবার তৃতীয় টোঙ্গ সফর। চীনের সামরিক চিকিত্সকের সেবা গ্রহণে স্থানীয়দের প্রবল আগ্রহ রয়েছে। এই হাসপাতালের প্রধান ছাং ল্য বলেন, জাহাজে দিনরাত চিকিত্সা সেবা দিচ্ছে। এর মাধ্যমে চীনা চিকিত্সকদের চিকিত্সার গুণগত মান, আন্তরিক ভালবাসা এবং দুর্দান্ত পরিষেবা ফুটে উঠেছে। বড় রাষ্ট্রের সামরিক চিকিত্সকগণ বড় ভালবাসা দেখিয়েছে। যা টোঙ্গা সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।