


অগাস্ট ২: আজ (বুধবার) সকাল ১০টায় ডিজেল জেনারেটর ও ডায়াপারসহ মালবাহী চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেস ট্রেন সিয়া মেনের ‘হাই ছাং’ স্টেশন থেকে যাত্রা করে। ট্রেনটি চার দিন পর ‘হরগোস’ বন্দরের মধ্য দিয়ে কাজাখস্তান ও উজবেকিস্তানের পথে রওনা হবে। এ পর্যন্ত, সিয়া মেন থেকে চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেস ট্রেনের রপ্তানির পরিমাণ এক লাখ টিইইউ ছাড়িয়েছে।
‘সামুদ্রিক রেশমপথ পরিবহনের’ সঙ্গে কার্যকরভাবে সমন্বয় করেছে চীন-ইউরোপ এক্সপ্রেস রেলওয়ে। যা বরাবর দেশগুলোর জন্য ‘মেইড ইন চায়না’ ব্র্যান্ডের সুনাম বয়ে এনেছে এবং চীনা শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক বাজার বাড়াতে সাহায্য করেছে।
উল্লেখ্য, ২০১৫ সালের অগাস্টে চালু হয়ে চীন-ইউরোপ এক্সপ্রেস রেলওয়ের ১২১৩টি ট্রেন বিদেশে যাত্রা করেছে। এতে ৪.৫০৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য বাণিজ্য হয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।