


অগাস্ট ২: সম্প্রতি বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এতে বন্যা ও ভৌগলিক দুর্যোগে হতাহত ঘটনা ঘটেছে। বেইজিং বন্যা প্রতিরোধ ও ত্রাণকাজে চীনের রেড ক্রস সোসাইটি পুরোদমে কাজ করছে।
গতকাল (মঙ্গলবার) বিকাল ৫টা পর্যন্ত, বেইজিং পৌর রেড ক্রস সোসাইটি চিকিত্সা ত্রাণ ও পানি-সহ রেড ক্রস সোসাইটির ৯টি ত্রাণদলের চারশতাধিক কর্মী বেইজিংয়ের ফাং শান ও মেনথৌকৌসহ সংশ্লিষ্ট দুর্যোগকবলিত এলাকায় যান। তারা স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয় করে জনসাধারণকে স্থানান্তর করা, চিকিত্সা ব্যবস্থায় অংশ নেওয়া এবং পুনর্বাসনসহ বিভিন্ন কাজ করেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।