


অগাস্ট ১: ইতালির তুরিনে ১০৮তম আন্তর্জাতিক এস্পেরান্তো সম্মেলনে অংশগ্রহণকারী চীনা প্রতিনিধিদল গত রোববার ‘চীনা দিবস’ কার্যক্রম আয়োজন করেছে।
এবারের তত্পরতায় ‘চীন ও বিশ্ব—এক অঞ্চল, এক পথ দশম বার্ষিকীর সাফল্য প্রদর্শনী’, ‘রঙিন চীনা জাতি—জাতিগত সাংস্কৃতিক উত্তরাধিকার সংক্রান্ত ফটোগ্রাফি প্রদর্শনী’ এবং ‘চরিত্র—চীনা ভাষা নকশার আধুনিক পথ সংক্রান্ত শিল্প প্রদর্শনী’ শীর্ষক তিনটি মূল প্রদর্শনী রয়েছে।
আন্তর্জাতিক এস্পেরান্তো সমিতির সভাপতি ডানকান কার্টার্স অনুষ্ঠানে বলেন, বহু বছর ধরে এস্পেরান্তোর আন্তঃদেশীয় সাংস্কৃতিক বিনিময়ে প্রচুর কাজ করেছে নিখিল চীন এস্পোরান্তো সমিতি। এটি আন্তর্জাতিক এস্পেরান্তো সমিতির জন্য অপরিহার্য।
মিলানে চীনা কনসাল জেনারেল লিউ কান তাঁর অভিনন্দন পত্রে বলেন যে, এবারের ‘চীনা দিবস’ তত্পরতায় অংশগ্রহণকারী অতিথি এবং ইতালি জনগণের চীনকে আরও সুষ্ঠুভাবে বোঝার একটি জানালা খুলেছে। অংশগ্রহণকারী অতিথিরা সংস্কৃতির বহুমুখী সম্মান করা এবং সভ্যতার পারস্পরিক অভিজ্ঞতা শেখানোর প্রক্রিয়া এগিয়ে নিতে আরও বেশি অবদান রাখবে বলেও আশা করেন তিনি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।