বুধবার, অক্টোবর ৪, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকজুলাইয়ে চীনের নির্মাণ খাতের ক্রয় ব্যবস্থাপনা সূচক ৪৯.৩ শতাংশ

জুলাইয়ে চীনের নির্মাণ খাতের ক্রয় ব্যবস্থাপনা সূচক ৪৯.৩ শতাংশ

জুলাই ৩১: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সেবা শিল্পের তদন্ত কেন্দ্র এবং চীনের লজিস্টিকস্ ও ক্রয় ফেডারেশন আজ (সোমবার) এক পরিসংখ্যান প্রকাশ করেছে। দেখা যায়, জুলাই মাসে চীনের নির্মাণ খাতের ক্রয় ব্যবস্থাপনা সূচক বা পিএমআই সূচক ৪৯.৩ শতাংশ; যা জুন মাসের তুলনায় ০.৩ শতাংশ বেড়েছে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সেবা শিল্পের তদন্ত কেন্দ্রের সিনিয়র পরিসংখ্যানবিদ চাও ছিং হ্য বলেন, ‘জুলাই মাসে নির্মাণ শিল্পের পিএমআই পরপর দুই মাসে অল্প পরিমাণ বেড়েছে। তদন্তকারী ২১টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে ১০টির বৃদ্ধি হয়েছে।’
উত্পাদন সূচকেও বৃদ্ধির প্রবণতা বজায় রয়েছে। জুলাই মাসে উত্পাদন সূচক ছিল ৫০.২ শতাংশ, যা জুন মাসের মতোই। নতুন অর্ডার সূচক ৪৯.৫ শতাংশ, যা জুন মাসের তুলনায় ০.৯ শতাংশ বেশি। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে, নির্মাণ শিল্পের উত্পাদন ও ব্যবসায়িক কার্যক্রমে স্থিতিশীল রয়েছে এবং বাজারের চাহিদা বেড়েছে।
সেই সঙ্গে, ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানের অবস্থাও উন্নত হয়েছে। তাদের পিএমআই ৪৭.৪ শতাংশ; যা জুন মাসের তুলনায় ১ শতাংশ বেশি।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট