


জুলাই ৩০: চীনের ইয়ুননান প্রদেশের জ্বালানি ব্যুরো সূত্র জানায়, সম্প্রতি ইয়ুননান প্রদেশ নতুন করে এক লাখ কিলোওয়াট ফটোভোলটাইক বিদ্যুৎ ইন্সটল ক্ষমতা অর্জন করেছে। এ বছর ইয়ুননানে নতুন করে ৪৮ লাখ ১৫ হাজার কিলোওয়াট ফটোভোলটাইক ইন্সটল ক্ষমতা যুক্ত হয়েছে। গোটা প্রদেশে ফটোভোলটাইক বিদ্যুৎ ইন্সটলেশন ক্ষমতা ১ কোটি ৬৫ হাজার কিলোওয়াট, যা প্রথমবারের মতো কোটি কিলোওয়াটের ঘরে পৌঁছেছে।
পরিচ্ছন্ন জ্বালানি খাতের একটি বড় প্রদেশ হিসেবে, ইউননান সবুজ উন্নয়নের সুযোগ কাজে লাগিয়ে দৃঢ়ভাবে জ্বালানি নিরাপত্তা অর্জন করছে, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে জ্বালানি সরবরাহ সুনিশ্চিত করেছে, অবিরাম জ্বালানি ব্যবস্থার সংস্কার গভীরতর করেছে এবং নতুন জ্বালানি উন্নয়ন ও নতুন আকারের বিদ্যুৎব্যবস্থার প্রতিষ্ঠাকাজ দ্রুততর করেছে। ‘ডাবল কার্বন’ লক্ষ্য বাস্তবায়নে ইয়ুননান অবদান রেখেছে।
বর্তমানে, জ্বালানি শিল্প ইয়ুননান প্রদেশের প্রথম বৃহত্তম স্তম্ভ শিল্পে পরিণত হয়েছে। সবুজ জ্বালানি ইন্সটল ক্ষমতার অনুপাত, সবুজ বিদ্যুত্ উত্পাদনের অনুপাত, দূষণমুক্ত জ্বালানি লেনদেনের অনুপাত এবং প্রাথমিক শক্তি ভোগে (পিইসি) অ-জীবাশ্ম জ্বালানির অনুপাত বিশ্বের শীর্ষে রয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।