


জুলাই ৩০: গতকাল (শনিবার) চীনের জাতীয় চিকিত্সা অভিজ্ঞতা উন্নয়ন সম্মেলন এবং চীনের স্বাস্থ্য উন্নয়ন সম্মেলনে বলা হয় যে, এ পর্যন্ত চীনে ১২৫টি আঞ্চলিক চিকিত্সাকেন্দ্র নির্মাণকাজের অনুমোদন দেওয়া হয়েছে। এভাবে চিকিত্সা-সম্পদ সব দুর্বল প্রদেশে ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে, গোটা চীনে ১৫ হাজার বিভিন্ন রকমের মেডিকেল কনসোর্টিয়াম গঠিত হবে। এতে সব প্রিফেকচার স্তরের শহরে অনলাইন চিকিত্সা-পরিষেবা প্রদান করা হবে।
চীনের চিকিত্সা সংস্কার গভীরতর হওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ‘নিজ প্রদেশে বড় ও গুরুতর রোগের চিকিত্সা নিতে পারা, নিজের শহর ও জেলায় সাধারণ রোগের চিকিত্সা নিতে পারা এবং নিজ গ্রামে সাধারণ রোগের চিকিত্সা নিতে পারার’ ব্যবস্থা এগিয়ে নেওয়া। সাম্প্রতিক বছরগুলোতে, চিকিত্সা ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা অব্যাহতভাবে সু-সম্পূর্ণ হওয়ার কারণে সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে জোর চেষ্টা চালিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিটি। এতে উচ্চ গুণগত মানের বৃদ্ধি এবং বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্য পরিষেবা দক্ষতা বেড়েছে।
পরিসংখ্যানে বলা হয়, ২০২২ সালে গোটা চীনে জেলা পর্যায়ের ৮৭.৭১ শতাংশ হাসপাতাল চিকিত্সা পরিষেবা দক্ষতার মৌলিক মানদণ্ড অর্জন করে। ২০২২ সালের শেষ দিকে গোটা চীনে ৩০ হাজারেরও বেশি টাউনশিপ হাসপাতাল এবং কমিউনিটি সেবাকেন্দ্র চিকিত্সা পরিষেবা দক্ষতার মৌলিক মানদণ্ডে পৌঁছায়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।