


জুলাই ২৯: আজ (শনিবার) সকাল ১০টা ১৮ মিনিটে চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের এক্স৮০২০ ট্রেনটি ইউ পশ্চিম স্টেশন থেকে স্পেনের মাদ্রিদের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ বছর চীন-ইউরোপ রুটে ১০ হাজার এক্সপ্রেস ট্রেন যাতায়াত করেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের ২২ দিন আগেই বাস্তবায়িত হয়েছে। পরিবহন খাতে ১০ লাখ ৮৩ হাজার টিইইউ পণ্য পাঠানো হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেশি।
চায়না রেলওয়ে গ্রুপের পণ্য পরিবহণ বিভাগের একজন প্রধান বলেন, কোভিড-১৯ মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণকাজ স্থিতিশীল হওয়ার পর, চীনে বৈদেশিক বাণিজ্যের আমদানি ও রপ্তানির গুণগতমান ক্রমশ বেড়েছে এবং আন্তঃদেশীয় পণ্য সরবরাহের চাহিদা বেড়েছে। চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের সার্বক্ষণিক, বড় পরিহনের ক্ষমতা, সবুজ ও নিম্নকার্বন এবং সুষ্ঠু ও নিরপদ চলাচল-সহ বেশ কিছু সুবিধা রয়েছে। যা বরাবরই গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করে।
চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে চ্যানেলটির পরিবহণ ক্ষমতা শক্তিশালী করেছে চায়না রেলওয়ে গ্রুপ। যেমন, মানঝৌলি বন্দরে নতুন আন্তর্জাতিক মালবাহী ইয়ার্ড চালু হওয়া এবং চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের দৈনিক পরিবহন ক্ষমতা ৪২০ টিইইউ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৪০টিইইউ। সেই সঙ্গে, ‘সমুদ্র-স্থল আন্তঃসংযোগ’ সংক্রান্ত পরিবহণ পরিষেবা নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টাও করছে চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেস।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।