


জুলাই ২৮: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং, আজ (শুক্রবার) বিকেলে ছেংতুতে, মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ গাজওয়ানির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। প্রেসিডেন্ট গাজওয়ানি ৩১তম ওয়ার্ল্ড ইউনির্ভাসিটি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীনে এসেছেন।
বৈঠকে সি চিন পিং সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত চীন-আরব শীর্ষসম্মেলনে মৌরিতানিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা স্মরণ করে বলেন, ওই বৈঠকে তাঁরা গুরুত্বপূর্ণ মতৈক্যে পৌঁছেছিলেন। প্রেসিডেন্ট হিসেবে গাজওয়ানির প্রথম চীন সফরও দু’দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সি চিন পিং আরও বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৫৮ বছর ধরে দু’দেশ বিভিন্ন ইস্যুতে একে অপরকে সমর্থন করে আসছে। মৌরিতানিয়ায় চীনের সহায়তায় মৈত্রী বন্দর ও আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি মূল স্বার্থসম্পর্কিত বিষয়ে সবসময় চীনের পাশে থাকায় মৌরিতানিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।