


জুলাই ২৬: চীনের শেনচেনে আজ (বুধবার) শুরু হয়েছে দু’দিনব্যাপী আন্তর্জাতিক ম্যানগ্রোভ বন সংরক্ষণসম্পর্কিত উচ্চ পর্যায়ের ফোরাম। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার সকালে ফোরামে একটি ‘যৌথ বিবৃতি’ গৃহীত হয়। বিবৃতিতে ম্যানগ্রোভ বন সংরক্ষণের বিষয়টি জাতীয় কার্যক্রমের আওতাভুক্ত করতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশ্বব্যাপী ম্যানগ্রোভ বন রক্ষায় একটি তহবিল গঠনের প্রস্তাবও দেওয়া হয় বিবৃতিতে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।