


জুন ২৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন ও উত্তর কোরিয়ার সুসম্পর্ক কোরীয় উপদ্বীপ তথা এতদঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক।
তিনি বলেন, দু’দেশের সম্পর্ক ক্রমশ জোরদার করা দু’পক্ষের যৌথ স্বার্থেও জরুরি। ভবিষ্যতে দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দের মতৈক্যের প্রতিফলন ঘটিয়ে, চীন ও উত্তর কোরিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা যায়।
মুখপাত্র আরও বলেন, কোরিয়া যুদ্ধবিরতির ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে, সম্প্রতি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন চীনা গণ সেচ্ছাসেবক বাহিনীর কবরস্থানে সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করেন, যা দ্বিপক্ষীয় ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।