


আপনি যদি তিব্বতে আসেন, এই ভূমি আপনাকে স্বপ্ন দেখাবে; আপনি যদি তিব্বতে না আসেন, তবে এই ভূমি আপনাকে তার জন্য আকুল করে তুলবে; আপনি যদি তিব্বতের পথে পথে হাঁটেন, তবে আপনি স্বর্গে হাঁটার আনন্দ পাবেন।
রহস্যময় তিব্বতে প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত অনেক কিংবদন্তি ও স্বপ্নের জন্ম দিয়েছে। এখানে রয়েছে হাজার হাজার বছরের প্রাচীন ‘থাং ফান’ রাস্তা, পৃথিবীর ছাদ হিসেবে পরিচিত ছিংহাই-তিব্বত মালভূমি, আছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট, আরও আছে সুন্দর স্ফটিক-স্বচ্ছ হ্রদ, এবং সর্বোপরি আছে একটি অনন্য তিব্বতি সংস্কৃতি। এখানে আছে মনোমুগ্ধকর এক পবিত্র প্রাসাদ। প্রতিবছর দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক দূরদূরান্ত থেকে স্রেফ এর আকর্ষণেও তিব্বতে আসেন; তাঁরা আসেন শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান ও পূজার জন্য।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।