


২০০৪ সালের ২০ এপ্রিল ‘বিশ্বের বৃহত্তম নান পিট’ তুর্পান সিটির গ্রেপ ভ্যালির ওয়াজি কাস্টম গার্ডেনে নির্মিত হয়। এই নান পিটটি পাহাড়ের ধারে তৈরী করা হয়, যার ব্যাস ১০ মিটার ও উচ্চতা ৮ মিটার। এটি দেখতে একটি বাড়ির মতো। এটি কেবল নান তৈরিতে কাজে লাগে না; একই সাথে ১টি উট, ২টি গরু এবং ১০টি ভেড়াও রোস্ট করা যায় এতে। প্রতিবছর তুর্পানে গ্রেপ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়, যা এখানে অনেক পর্যটক আকর্ষণ করে। তখন এই বিশাল নানের পিটে বিভিন্ন খাবার বেক করা হয়, যা আঙ্গুর উত্সবে এক্সট্রা আনন্দ যোগ করে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।