


জলবায়ু পরিবর্তনকে গভীরভাবে প্রভাবিত করে
দেখা যাচ্ছে, ছিংহাই-তিব্বত মালভূমি চীনের পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম অংশে জলবায়ু পরিবর্তনকে গভীরভাবে প্রভাবিত করে। যদি ছিংহাই-তিব্বত মালভূমির বাধামূলক ভূমিকা না থাকে, তাহলে চীনের বেশিরভাগ অংশই পশ্চিমা বাতাস দ্বারা প্রভাবিত হতো। আর এমনটা হলে, চীনের জলবায়ু হতো অন্যরকম। তিব্বতের জলবায়ুর পরিবর্তন সরাসরি চীনের পূর্ব ও দক্ষিণ-পূর্বের জলবায়ু পরিবর্তনকে প্রভাবিত করে, এবং উত্তর গোলার্ধের ওপরও বড় প্রভাব ফেলে। এমনকি, বৈশ্বিক জলবায়ুর ওপরও এই মালভূমির প্রভাব রয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।