


মে ২৭: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সংস্থার বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলনের অবকাশে, স্থানীয় সময় শুক্রবার চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন থাও’র সঙ্গে দেখা করেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি তাই ছি।
এ সময় তাঁরা চীন ও যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বহুপাক্ষিক বিভিন্ন বিষয়ে আন্তরিকভাবে মতবিনিময় করেন।
চীনা বাণিজ্যমন্ত্রী তাঁর দেশের ব্যাপারে মার্কিন আর্থ-বাণিজ্যিক নীতি, তাইওয়ান ইস্যু, ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক কাঠামো’-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বেইজিংয়ের অবস্থান তুলে ধরেন।
আলোচনায় দু’পক্ষ পারস্পরিক বিনিময় ও যোগাযোগ বজায় রাখার ব্যাপারে একমত হয়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।