


তিব্বতে বার্ষিক গড় তাপমাত্রা -২.৯ থেকে ১১.৯ ডিগ্রি সেলসিয়াসের মতো। লাসা ও রিকাজের বার্ষিক গড় তাপমাত্রা তাদের একই অক্ষাংশের ছুংছিং, উহান ও শাংহাই’র চেয়ে ১০ থেকে ১৫ সেলসিয়াস ডিগ্রী কম। আলি অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০০ মিটারেরও বেশি জায়গায় অগাস্টে দিনের তাপমাত্রা শুধু ১০ সেলসিয়াস ডিগ্রীর কাছাকাছি থাকে। এমনকি, রাতে এর তাপমাত্রা ০ ডিগ্রী সেলসিয়াসের নিচেও নেমে আসে।
তিব্বতের দক্ষিণাঞ্চল ও পূর্ববাঞ্চলে তাপমাত্র বেশি এবং উত্তর ও পশ্চিমে কম। তিব্বতে বার্ষিক পৃষ্টিপাতের পরিমাণ ৩০ থেকে ৪৪৯৫ মিলিমিটারের মধ্যে। শীতকালের পশ্চিম বাতাস এবং গ্রীষ্মকালের দক্ষিণ ও পশ্চিম বাতাসের পর্যায়ক্রম প্রভাবে তিব্বতে শুষ্ক মৌসুম ও বর্ষাকালের পার্থক্য খুবই স্পষ্ট; সাধারণত প্রতিবছরের অক্টোবর থেকে দ্বিতীয় বছরের এপ্রিল পর্যন্ত এই সময়পর্ব হচ্ছে শুষ্ক মৌসুম; মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়পর্ব হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালেই বছরের ৯০ শতাংশ বৃষ্টিপাত হয়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।