শনিবার, জুন ১০, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকতিব্বত: জটিল ও বৈচিত্র্যময় মালভূমি জলবায়ু

তিব্বত: জটিল ও বৈচিত্র্যময় মালভূমি জলবায়ু

তিব্বতের ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত। জলবায়ু ঠাণ্ডা। তবে টপোগ্রাফি, ল্যান্ডফর্ম, এবং বায়ুমণ্ডলীয় প্রচলনের প্রভাবে, তিব্বতের জলবায়ু অনন্য ও জটিল। তিব্বতের উত্তর-পশ্চিম দিকে প্রচণ্ড ঠাণ্ডা ও শুষ্ক এবং দক্ষিণ ও পূর্ব দিকে উষ্ণ ও আর্দ্র। এই জন্য জলবায়ুর রকমও দক্ষিণ ও পূর্ব দিক থেকে উত্তর ও পশ্চিম দিকে পৃথক পৃথকভাবে গ্রীষ্মমন্ডলীয়, উপক্রান্তীয়, মালভূমি নাতিশীতোষ্ণ, মালভূমি উপআর্কটিক, মালভূমি হিমশীতল,প্রভৃতি। তিব্বতের দক্ষিণ ও পূর্ব দিক এবং হিমালয়ের দক্ষিণাঞ্চলীয় আলপাইন উপত্যকা অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমে যায়।

তিব্বত মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত। কম ধুলো ও আর্দ্রতার কারণে এখানে মেঘ দেখা যায় খুবই কম। সূর্যের আলো পড়ার দিক দিয়েও তিব্বত সবচেয়ে এগিয়ে আছে। তিব্বতের দিনের বেলা গোটা চীনে সবচেয়ে লম্বা, বার্ষিক সূর্যালোক-ঘন্টার মোট সংখ্যা ৩১০০ থেকে ৩৪০০টি। মোদ্দকথা, তিব্বতে বসবাসকারীরা সূর্যের তাপ বেশি পায় এবং তা চোখের জন্য আরামদায়ক ।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট