


তিব্বতের ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত। জলবায়ু ঠাণ্ডা। তবে টপোগ্রাফি, ল্যান্ডফর্ম, এবং বায়ুমণ্ডলীয় প্রচলনের প্রভাবে, তিব্বতের জলবায়ু অনন্য ও জটিল। তিব্বতের উত্তর-পশ্চিম দিকে প্রচণ্ড ঠাণ্ডা ও শুষ্ক এবং দক্ষিণ ও পূর্ব দিকে উষ্ণ ও আর্দ্র। এই জন্য জলবায়ুর রকমও দক্ষিণ ও পূর্ব দিক থেকে উত্তর ও পশ্চিম দিকে পৃথক পৃথকভাবে গ্রীষ্মমন্ডলীয়, উপক্রান্তীয়, মালভূমি নাতিশীতোষ্ণ, মালভূমি উপআর্কটিক, মালভূমি হিমশীতল,প্রভৃতি। তিব্বতের দক্ষিণ ও পূর্ব দিক এবং হিমালয়ের দক্ষিণাঞ্চলীয় আলপাইন উপত্যকা অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমে যায়।
তিব্বত মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত। কম ধুলো ও আর্দ্রতার কারণে এখানে মেঘ দেখা যায় খুবই কম। সূর্যের আলো পড়ার দিক দিয়েও তিব্বত সবচেয়ে এগিয়ে আছে। তিব্বতের দিনের বেলা গোটা চীনে সবচেয়ে লম্বা, বার্ষিক সূর্যালোক-ঘন্টার মোট সংখ্যা ৩১০০ থেকে ৩৪০০টি। মোদ্দকথা, তিব্বতে বসবাসকারীরা সূর্যের তাপ বেশি পায় এবং তা চোখের জন্য আরামদায়ক ।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।