


চীনে সবচেয়ে বেশি হ্রদ আছে তিব্বতে। এখানে ছোট-বড় হ্রদের সংখ্যা দেড় সহস্রাধিক। সবচেয়ে বিখ্যাত হ্রদের মধ্যে রয়েছে ‘নামুছুও’, ‘ইয়াং চুওইয়ুংহু’, ‘মাফাংইয়ুংছুও’, ‘পানকুংছুও’, ‘পাসুংছুও’ এবং ‘সেনলিনছুও’। তিব্বতের হ্রদগুলোর মোট আয়তন ২৪ হাজার ২০০ বর্গকিলোমিটার, যা গোটা চীনের হ্রদের মোট আয়তনের ৩০ শতাংশ। তিব্বতে এক বর্গকিলোমিটারের বেশি আয়তনের হ্রদের সংখ্যা ৬১২টি, ৫ বর্গকিলোমিটারের চেয়ে বেশি আয়তনের হ্রদের সংখ্যা ৩৪৫টি, ৫০ বর্গকিলোমিটারের চেয়ে বেশি আয়তনের হ্রদের সংখ্যা ১০৪টি, ১০০ বর্গকিলোমিটারের চেয়ে বেশি আয়তনের হ্রদের সংখ্যা ৪৭টি, ৫০০ বর্গকিলোমিটারের চেয়ে বেশি আয়তনের হ্রদের সংখ্যা ৭টি। ‘নামুছুও’, ‘স্যলিনছুও’ ও ‘’চারিনানমুছুও’—এই তিনিটি হ্রদের প্রত্যেকটির আয়তন ১০০০ বর্গকিলোমিটারের চেয়ে বেশি। এর মধ্যে ‘নামুছুও’ হ্রদের আয়তন ১৯৬১ বর্গকিলোমিটার। এটি তিব্বতের বৃহত্তম হ্রদ। এটি চীনে সবচেয়ে সুন্দর হ্রদগুলোর অন্যতম।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।