


থিয়ানশানের উত্তর দিকের সিল্ক রোড থিয়ানশানের উত্তর রোড ও প্রেইরি রোডে বিভক্ত। থিয়ানশানের উত্তর রোড হচ্ছে লিয়াংহানের পর উন্মোচিত নতুন রোড। এটি চীনের কান সু প্রদেশের তুনহুয়াং থেকে শুরু করে হামি, ‘চিমুসার’, ‘খাং তুং’, ‘ইলি’ নদী ও ‘ছু’নদী পার হয়ে পশ্চিমে প্রাচীন রোমান সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত। প্রেইরি রোড হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে চিহ্নিত একটি প্রাচীণ ব্যবায়িক রোড, যা মঙ্গোলীয় মালভূমি থেকে জংগার অববাহিকার মধ্য দিয়ে কাজাখ পাহাড় পর্যন্ত বিস্তৃত। এর পথ দিয়ে তুরান সমভূমি ও কৃষ্ণ সাগর পর্যন্ত যাওয়া যায়।
পূর্ব থেকে পশ্চিমে চলমান সিল্ক রোডের উপরে উল্লিখিত প্রধান সড়ক ছাড়াও, সিনচিয়াংয়ে অনেকগুলো শাখা রাস্তা রয়েছে, যেগুলো মূল সড়কের পরিপূরক হিসেবে কাজ করে। এগুলোর মধ্যে রয়েছে লিয়াংহান সময়পর্বের ‘উ ছুয়ান’ রোড, ‘ই উ’ রোড, ‘ছে শি’ রোড ও ‘ছি কু’ রোড প্রভৃতি। আরও আছে সুইথাং সময়পর্বের ‘সুই ইয়ে’ রোড, ‘কুংইইয়ে’ রোড এবং ‘রেহাই’ রোড প্রভৃতি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।