


সিনচিয়াংয়ের সিল্ক রোড প্রধানত থিয়ানশান পর্বতমালার দক্ষিণে সিল্ক রোড এবং থিয়ানশান পর্বতমালার উত্তরে সিল্ক রোডে বিভক্ত।
ছিন হান রাজবংশের আগে, সিল্ক রোডের সিনচিয়াং অংশটি শুধু থিয়ানশান পর্বতমালার দক্ষিণাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল। এটি চীনের কান সু প্রদেশের তুনহুয়াং থেকে তাকলামাকান মরুভূমির দক্ষিণ ও উত্তর দিক পর্যন্ত বিস্তৃত। সেজন্য দক্ষিণ ও উত্তর দিকে দুটো রাস্তা রয়েছে। দক্ষিণ রাস্তার জন্য কান সু প্রদেশের তুনহুয়াং থেকে ‘ইয়াং কুয়ান’ পর্যন্ত পশ্চিম দিকে এসে খুনলুন পর্বতের উত্তর দিক অতিক্রম করে আবারও পামিরস মালভূমি পার হয়ে ইরানে যাওয়া যায়। উত্তর রাস্তা হচ্ছে কান সু প্রদেশের তুনহুয়া থেকে ‘ইয়ুমেনকুয়ান’ পর্যন্ত পশ্চিম দিকে এসে তুর্পানের ‘চিয়াও হ্য’ শহর অতিক্রম করে থিয়ানশান পর্বতমালার দক্ষিণাঞ্চল থেকে আবারও পশ্চিম দিকে প্রবাহিত। এটি পামিরস মালভূমি পার হয়ে কিরগিজস্তানের ইসিক-কুল (Issyk-Kul, Lake ) হ্রদ পর্যন্ত গেছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।