


মে ১২: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় কমিটির বৈদেশিক কর্ম-কার্যালয়ের মহাপরিচালক ওয়াং ই’র সঙ্গে সম্প্রতি ভিয়েনায় অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ওয়াং ই বলেন, চীন ও অস্ট্রিয়ার মধ্যে সম্পর্ক সুষ্ঠু উন্নয়নের ধারা বজায় রেখেছে। অস্ট্রিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও এগিয়ে নিতে ইচ্ছুক বেইজিং।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির যতই পরিবর্তন ঘটুকনা কেন, চীন বরাবরের মতোই ইউরোপের একীকরণ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র ঐক্য, এবং আন্তর্জাতিক বিষয়ে ইইউ’র আরও গুরুত্বপূর্ণ ভূমিকাকে সমর্থন করে যাবে। ইউরোপের সঙ্গে পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে সংলাপ চালিয়ে যেতেও চীন ইচ্ছুক।
এ সময় অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সাথে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য, তাঁর দেশ ছোট-খাটো মতবিরোধকে পাশে রেখে সামনে এগিয়ে যেতে চায়। ইউরোপ-চীন সম্পর্ক উন্নয়নেও অস্ট্রিয়া ইতিবাচক ভূমিকা রেখে যেতে আগ্রহী।
বৈঠেক তাঁরা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি এবং ইউক্রেন সংকটসহ বিভিন্ন অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতেও মতবিনিময় করেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।