


মে ১২: মধ্যম আয়ের দেশগুলোর উন্নয়ন-কার্যক্রমে সম্ভাব্য সবধরনের সাহায্য-সহযোগিতা দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন। তিনি গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সাধারণ পরিষদে মধ্যম আয়ের দেশগুলোর উচ্চ পর্যায়ের এক সম্মেলনে এ আহ্বান জানান।
তিনি বলেন, বৈশ্বিক অর্থনীতি ধীরগতিতে পুনরুদ্ধার হচ্ছে; বৈশ্বিক অর্থনীতিতে অস্থিতিশীলতা ও নেতিবাচক ফ্যাক্টরও বেশি। এ অবস্থায়, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে মধ্যম আয়ের দেশগুলো উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আন্তর্জাতিক সমাজের উচিত ঐক্যবদ্ধভাবে এসব দেশকে তাদের অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নপথ অনুসন্ধান করতে সাহায্য করা।
তিনি আরও বলেন, জনগণকে কেন্দ্র করে উন্নয়ন-কার্যক্রম পরিচালনা করতে হবে, নব্যতাপ্রবর্তন এগিয়ে নিতে হবে, এবং মানুষ ও প্রকৃতির সহাবস্থানমূল উন্নয়নের পথে অবিচল থাকতে হবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।