


মে ১১: বর্তমানে ইসরাইল ও ফিলিস্তিনের অব্যাহত সংঘর্ষে অনেক নিরীহ নাগরিক হতাহত হচ্ছেন। এতে চীন উদ্বিগ্ন। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ, বিশেষ করে ইসরাইলকে সর্বোচ্চ মাত্রার সংযম বজায় রাখতে ও যুদ্ধবিরতিতে পৌঁছাতে তাগিদ দেয় বেইজিং। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
তিনি বলেন, মিসরসহ সংশ্লিষ্টদের মধ্যস্থতার চেষ্টারও ভূয়সী প্রশংসা করে চীন। পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে প্রভাবশালী দেশগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানায় বেইজিং।
উল্লেখ্য, গত ১০ মে ইসরাইল পুনরায় গাজায় বিমানহামলা চালায়। এতে অনেকে হতাহত হয়েছেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।