


মে ১১: সম্প্রতি দক্ষিণ কোরিয়ার একজন বিশেষজ্ঞ বলেছেন, অর্থনৈতিক অজুহাতে, পারমাণবিক বর্জ্যপানি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের বিভিন্ন যৌক্তিক প্রস্তাব উপেক্ষা করে, সবচেয়ে খারাপ উপায়টি বেছে নিয়েছে জাপানের সরকার। এ উপায় তথা পারমাণবিক বর্জ্যপানি সমুদ্রে ফেলা একটি বড় অপরাধ।
কোরীয় বিশেষজ্ঞের সাথে একমত পোষণ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (বুধবার) বলেছেন, জাপানের উচিত আন্তর্জাতিক সমাজের উদ্বেগকে আমলে নেওয়া এবং বাস্তবতার আলোকে কাজ করে, এশিয়ার বিভিন্ন প্রতিবেশীদেশ ও আন্তর্জাতিক সমাজের আস্থা অর্জন করা।
মুখপাত্র আরও বলেন, জাপানি সরকার দাবি করছে যে, ফুকুশিমার পারমাণবিক বর্জ্যপানি নিরাপদ ও অক্ষতিকর। প্রশ্ন হচ্ছে: তাহলে সে পানি সরাসরি জাপানের অভ্যন্তরে কেন নিঃসরণ করা হচ্ছে না? কেন সে পানি জাপানে সেচের কাজে না-লাগিয়ে আন্তর্জাতিক সমুদ্রে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।