রবিবার, জুন ১১, ২০২৩
spot_img
বাড়িআন্তর্জাতিকবৈশ্বিক খাদ্যশস্য-নিরাপত্তা সহযোগিতাকে এগিয়ে নিতে চীনের আহ্বান

বৈশ্বিক খাদ্যশস্য-নিরাপত্তা সহযোগিতাকে এগিয়ে নিতে চীনের আহ্বান

মে ১১: জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-প্রতিনিধি তাই পিং গতকাল (বুধবার) বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত ‘জাতিসংঘের খাদ্যশস্য-ব্যবস্থা, ২০২৩’ সম্মেলনের সুযোগ কাজে লাগিয়ে, বৈশ্বিক খাদ্যশস্য-নিরাপত্তা সহযোগিতাকে এগিয়ে নেওয়া এবং অবিরাম উন্নয়ন লক্ষ্যমাত্রা দ্রুত বাস্তবায়ন করা।
তিনি এদিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিভিন্ন পক্ষের উচিত খাদ্যশস্য-নিরাপত্তাকে আন্তর্জাতিক আলোচনায় অগ্রাধিকার দেওয়া; জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাকে যথাযথ ভূমিকা পালন করতে দেওয়া; জি-টোয়েন্টি ও ব্রিক্সভুক্ত দেশগুলো এবং শাংহাই সহযোগিতা সংস্থাসহ বিভিন্ন বহুপাক্ষিক অবকাঠামোর আওতায় সমন্বয় জোরদার করা। এতে সংশ্লিষ্ট সংকট মোকাবিলা করা যাবে।
চীনের প্রতিনিধি জোর দিয়ে বলেন, বিভিন্ন পক্ষের উচিত অবাধ বাণিজ্য ও পুঁজির সহজিকরণকে এগিয়ে নেওয়া; অযৌক্তিক বাণিজ্য-সীমা বাতিল করা; আরও ন্যায্য কৃষি ও বাণিজ্যিক শৃঙ্খলা গড়ে তোলা; খাদ্যশস্যের ক্ষয়ক্ষতি ও অপচয় কমিয়ে আনতে সচেষ্ট হওয়া; এবং খাদ্যশস্যের নিরাপদ ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

প্রিয় পাঠক, স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন, cbnnews04@gmail.com ঠিকানায়। অথবা যুক্ত হতে পারেন chinabanglanews আমাদের ফেসবুক পেজে। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।

এই বিভাগের আরও খবর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

আমাদের লাইক পেজ

- Advertisment -spot_img

জনপ্রিয় পোস্ট