


মে ১১: জাতিসংঘে নিযুক্ত চীনের উপ-প্রতিনিধি তাই পিং গতকাল (বুধবার) বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত ‘জাতিসংঘের খাদ্যশস্য-ব্যবস্থা, ২০২৩’ সম্মেলনের সুযোগ কাজে লাগিয়ে, বৈশ্বিক খাদ্যশস্য-নিরাপত্তা সহযোগিতাকে এগিয়ে নেওয়া এবং অবিরাম উন্নয়ন লক্ষ্যমাত্রা দ্রুত বাস্তবায়ন করা।
তিনি এদিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিভিন্ন পক্ষের উচিত খাদ্যশস্য-নিরাপত্তাকে আন্তর্জাতিক আলোচনায় অগ্রাধিকার দেওয়া; জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাকে যথাযথ ভূমিকা পালন করতে দেওয়া; জি-টোয়েন্টি ও ব্রিক্সভুক্ত দেশগুলো এবং শাংহাই সহযোগিতা সংস্থাসহ বিভিন্ন বহুপাক্ষিক অবকাঠামোর আওতায় সমন্বয় জোরদার করা। এতে সংশ্লিষ্ট সংকট মোকাবিলা করা যাবে।
চীনের প্রতিনিধি জোর দিয়ে বলেন, বিভিন্ন পক্ষের উচিত অবাধ বাণিজ্য ও পুঁজির সহজিকরণকে এগিয়ে নেওয়া; অযৌক্তিক বাণিজ্য-সীমা বাতিল করা; আরও ন্যায্য কৃষি ও বাণিজ্যিক শৃঙ্খলা গড়ে তোলা; খাদ্যশস্যের ক্ষয়ক্ষতি ও অপচয় কমিয়ে আনতে সচেষ্ট হওয়া; এবং খাদ্যশস্যের নিরাপদ ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।