


মে ১১: চীনের মালবাহী মহাকাশযানের বহনক্ষমতা প্রথমবারের মতো ৭ টন ছাড়িয়েছে। গতকাল (বুধবার) সন্ধ্যায় দেশের ‘থিয়ান চৌ ৬’ মহাকাশযান মহাকাশকেন্দ্রে গেছে ৭ টনের বেশি ওজন নিয়ে।
‘থিয়ান চৌ ৬’ মহাকাশযানটি চীনের মহাকাশকেন্দ্রের সঙ্গে যুক্ত হয় বেইজিং সময় আজ (বৃহস্পতিবার) ভোর ৫টা ১৬ মিনিটে। এটি মোট ২৬০টি প্যাকেজ সাথে করে নিয়ে গেছে, যেগুলোর মোট ওজন হচ্ছে ৫.৮ মেট্রিক টন। এর মধ্যে মানুষের জীবনধারণের জন্য নিত্যপ্রয়োজনীয় যে রশদ আছে, তা দিয়ে ৩ জন নভোচারীর ২৮০ দিনের চাহিদা মিটবে।
এ ছাড়া, নভোযানটি ৭১৪ কেজি ওজনের বিভিন্ন বৈজ্ঞানিক সরঞ্জামের ৯৮টি প্যাকেজ সাথে করে নিয়ে গেছে। এসব সরঞ্জাম ২৯টি বৈজ্ঞানিক পরীক্ষায় ব্যবহার করবেন মহাকাশকেন্দ্রের নভোচারীরা।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।