


মে ১০: বাস্তবধর্মী কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক সমাজের আস্থা অর্জনে সক্ষম হবে আফগানিস্তানের অস্থায়ী সরকার। আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
মুখপাত্র বলেন, সম্প্রতি আয়োজিত পঞ্চম চীন-আফগানিস্তান-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সংলাপ সফল হয়েছে। এটি ছিল ২০২১ সালের অগাস্টে আফগান পরিস্থিতির নাটকীয় পরিবর্তনের পর, তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম আনুষ্ঠানিক সংলাপ। এ সংলাপ নতুন পরিস্থিতিতে চীন, আফগানিস্তান ও পাকিস্তানের সুপ্রতিবেশীসুলভ মৈত্রী ও বাস্তব সহযোগিতা অব্যাহত রাখতে, রাজনৈতিক উপায়ে আফগান ইস্যুর মোকাবিলা করতে, এবং আফগানিস্তানে আন্তর্জাতিক সমাজের সহায়তা অব্যাহত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।