


মে ১০: স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার) বার্লিনে চীনা রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ছিন কাংয়ের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিক সম্মেলনে ছিন কাং বলেন, তাঁর এবারের জার্মানি সফরের প্রধান উদ্দেশ্য হচ্ছে, আসন্ন সপ্তম চীন-জার্মান সরকারি সংলাপের জন্য প্রস্তুতি নেওয়া। এটি হবে কোভিড-১৯ মহামারীর পর দু’পক্ষের মধ্যে প্রথম অফলাইনে সরকারি সংলাপ।
তিনি বলেন, সংলাপের প্রস্তুতিমূলক কাজ ভালোভাবে শেষ করতে দু’পক্ষ একমত হয়েছে। পাশাপাশি, বহুপাক্ষিক ক্ষেত্রের সমন্বয়ের ক্ষেত্র সম্প্রসারণ করতে, কপ-২৮ এবং জীববৈচিত্র্যসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে দু’পক্ষ একমত হয়েছে।
ছিন কাং জোর দিয়ে বলেন, বিশ্বে প্রধান অর্থনৈতিক বড় রাষ্ট্র ও সার্বিক কৌশলগত অংশীদার হিসেবে চীন ও জার্মানির উচিত দু’দেশের জনগণের মৌলিক স্বার্থ ও গোটা মানবজাতির সুদীর্ঘকালীন কল্যাণের জন্য পারস্পরিক রাজনৈতিক আস্থা ও সংহতি জোরদার করা।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।