


মে ১০: চীন-ইউরোপ সহযোগিতা জোরদার করতে, ইইউ’র রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের ৬০ জনেরও বেশি ব্যক্তি আহ্বান জানিয়েছেন। গতকাল (মঙ্গলবার) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র চীনা চেম্বার অফ কমার্স এবং বেইজিং বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তাঁরা উক্ত আহ্বান জানান।
পর্তুগালের সাবেক কর্মসংস্থানমন্ত্রী এবং ইউরোপের অগ্রগতি গবেষণা তহবিলের চেয়ারম্যান সেমিনারে বলেন, ইউরোপ ও চীনের সম্পর্কের কৌশলগত গুরুত্ব রয়েছে। দু’পক্ষের উচিত অব্যাহতভাবে বিনিময় জোরদার করা; সংলাপের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ডিজিটাল রূপান্তর, ও কৃত্রিম বৃদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে বৈশ্বিক নিয়ম নির্ধারণ করা।
তিনি আরও বলেন, বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব এবং বৈশ্বিক উন্নয়ন প্রস্তাবসহ অনেক প্রস্তাব উত্থাপন করেছে চীন। এ সব প্রস্তাবের আওতায় ইউরোপ ও চীন পারস্পরিক সহযোগিতা জোরদার করতে পারে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।