


মে ১০: রাজনৈতিক উপায়ে আবেই ইস্যু সমাধানের জন্য সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে সংলাপ ও সহযোগিতা জরুরি। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তাই পিং গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা পরিষদে আবেই পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন।
তিনি বলেন, আবেই ইস্যুতে সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে কিছুদিন আগেও যোগাযোগ হয়েছে। দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দ আবেই পরিস্থিতি নিয়ে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছিলেন এবং সীমান্ত অঞ্চলে যৌথ নিরাপত্তাসেনা মোতায়েনের কথাও বিবেচনা করছিলেন। কিন্তু এরই মধ্যে সুদানের অভ্যন্তরীণ পরিস্থিতির অবনতি ঘটে। এতে আবেই ইস্যু সমাধানের পথও জটিল হয়ে গেছে। চীন আশা করে, দ্রুত সুদানের গৃহযুদ্ধ পরিস্থিতির উন্নতি ঘটবে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।