


মে ৯: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন-আফগানিস্তান-পাকিস্তান সহযোগিতামূলক চ্যানেলের মাধ্যমে, আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির ধারা বজায় রাখতে চায় বেইজিং।
তিনি বলেন, সম্প্রতি চীনা রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং ইসলামাবাদে পঞ্চম চীন-আফগানিস্তান-পাকিস্তান ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সংলাপে অংশ নেন। এটি ২০২১ সালে আফগান পরিস্থিতির নাটকীয় পরিবর্তনের পর, তিন দেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সংলাপ।
মুখপাত্র বলেন, সংলাপ চলাকালে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা পারস্পরিক আস্থা, নিরাপত্তা সহযোগিতা ও সন্ত্রাসদমন, আন্তঃযোগাযোগ ও আন্তঃসংযোগ, এবং বাণিজ্য ও পুঁজিসহ বিভিন্ন ইস্যুতে আন্তরিকভাবে মতবিনিময় করেন। আলোচনায় একাধিক বিষয়ে মতৈক্যও প্রতিষ্ঠিত হয়।
মুখপাত্র আরও জানান, সংলাপশেষে এক যৌথ বিবৃতিও প্রকাশিত হয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।