


মে ৯: উত্ক্ষেপণের জন্য প্রস্তুত চীনের ‘থিয়ান চৌ ৬’ মালবাহী মহাকাশযান। আজ (মঙ্গলবার), উত্ক্ষেপণের আগে, বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়।
‘থিয়ান চৌ ৬’ হচ্ছে চীনের মহাকাশকেন্দ্রের ব্যবহার ও উন্নয়ন পর্যায়ের প্রথম মিশন। চীনের সি ছাং উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্রের সাধারণ ডিজাইনার চুং ওয়েন আন বলেন, উত্ক্ষেপণের আগে বহুমুখী পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়েছে।
মিশন চলাকালে বৃষ্টিপাত বেশি হবার সম্ভাবনা থাকায়, উত্ক্ষেপণকেন্দ্রের আবহাওয়া তত্ত্বাবধানব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।