


মে ৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, আগামী ১৮ ও ১৯ মে চীনের শা’ন সি প্রদেশের রাজধানী সিআনে চীন-মধ্য এশিয়া শীর্ষসম্মেলনে সভাপতিত্ব করবেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।
মুখপাত্র বলেন, মধ্য-এশিয়ার পাঁচটি দেশের শীর্ষ নেতৃবৃন্দ চীনে এসে এবারের সম্মেলনে অংশ নেবেন। এটি চলতি বছর চীনের প্রথম গুরুত্বপূর্ণ কূটনৈতিক তত্পরতা। চীন এবং মধ্য-এশিয়ার দেশগুলোর সম্পর্ক উন্নয়নে মাইলফলক তাত্পর্য বহন করবে এই সম্মেলন।
মুখপাত্র আরও জানান, সম্মেলন চলাকালে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। বিভিন্ন দেশের শীর্ষ নেতৃবৃন্দ চীন-মধ্য এশিয়া সম্পর্কের উন্নয়নের প্রক্রিয়া পর্যালোচনা করবেন এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে মতবিনিময় করবেন।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।