


মে ৮: আজ (সোমবার) সকালে বেইজিংয়ের গণমহাভবনে, দশম ওয়ার্ল্ড ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ফ্রেন্ডশিপ কনফারেন্সের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং।
তিনি প্রতিনিধিদেরকে কেন্দ্রীয় সরকার ও রাষ্ট্রীয় পরিষদের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী চীনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানান।
সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান ওয়াং হু নিং এবং সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় কার্যালয়ের মহাপরিচালক ছাই ছি কনফারেন্সে অংশগ্রহণ করেন।
সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য শি থাই ফেং কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, চীনের সাথে অন্যান্য দেশের সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখছে প্রবাসী চীনারা। বিশ্বের সাথে চীনের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার অন্যতম প্রধান চালিকাশক্তিও তাঁরা।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।