


‘
মে ৭: ‘চীনের ফিটনেস শিল্পের পরিসংখ্যান, ২০২২’ গতকাল (শনিবার) বেইজিংয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। শাংহাই ক্রীড়া কলেজের অর্থনৈতিক ব্যবস্থাপনা বিভাগ, ‘সান থি ইয়ুন তুং’ এবং ‘ওয়ান পো সিউয়ান ওয়েই’ যৌথভাবে এই রিপোর্ট প্রকাশ করে।
রিপোর্ট অনুসারে, ২০২২ সালে বাসায় শরীরচর্চা করা লোকের সংখ্যা ছিল তুলনামূলকভাবে বেশি। তা ছাড়া, ফিটনেস ভোক্তাবাজারের প্রধান অংশে পরিণত হয় নারীরা।
রিপোর্টে আরও বলা হয়, ২০২২ সালে বিভিন্ন জিমে নিবন্ধিত সদস্যের সংখ্যা কমেছে; জিমের সংখ্যাও কমেছে। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত গোটা চীনে, বিভিন্ন জিমে নিবন্ধিত সদস্যের সংখ্যা ছিল ৭ কোটি ১৪ লাখ ৫০ হাজার, যা ২০২২ সালের নভেম্বরের চেয়ে ৪.৯ শতাংশ কম। পাশাপাশি, ২০২২ সালে গোটা চীনে জিমের সংখ্যা ছিল ১ লাখ ৩১ হাজার। এর মধ্যে ব্যবসায়িক জিম ক্লাবের সংখ্যা ৩৯ হাজার ৬২০টি এবং ফিটনেস স্টুডিও’র সংখ্যা ৪৫ হাজার ৫২৯টি, যা ২০২২ সালের নভেম্বরের তুলনায় যথাক্রমে ৫.৪৮ ও ১২.৩৪ শতাংশ কম।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।