


মে ৭: স্থানীয় সময় গতকাল (শনিবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং পাকিস্তানের ইসলামাবাদে পঞ্চম চীন-আফগান-পাক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সংলাপে অংশগ্রহণ করেন।
ছিন কাং বলেন, সংলাপ সফল হয়েছে। এটি চীন, আফগানিস্তান ও পাকিস্তানের ত্রিপক্ষীয় সহযোগিতামূলক ব্যবস্থা পুনরায় চালুর প্রতীক।
তিনি বলেন, চীন সবসময় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আসছে এবং দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় সহযোগিতামূলক ব্যবস্থার মাধ্যমে, ‘বৈশ্বিক উন্নয়ন প্রস্তাব’, ‘বৈশ্বিক নিরাপত্তা প্রস্তাব’ এবং ‘বৈশ্বিক সভ্যতা প্রস্তাব’ বাস্তবায়ন করতে আগ্রহী। দু’দেশের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধি রক্ষা করতেও চীন ইচ্ছুক।
তিনি জোর দিয়ে বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসদমন ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে এবং সন্ত্রাসদমনের ক্ষেত্র সম্প্রসারণ করতে চীন ইচ্ছুক।
সংলাপে তিন দেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সংলাপব্যবস্থা পুনরায় চালু করার ব্যাপারে একমত হয়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।