


মে ৬: গতকাল (শুক্রবার) হংকংয়ের আর্থিক ব্যবস্থাপনা ব্যুরো সূত্রে জানা গেছে, চীনের এই বিশেষ অঞ্চলের ‘সুদের হার আন্তঃযোগাযোগ ও আন্তঃসংযোগ ব্যবস্থা’ আগামী ১৫ মে চালু হবে। চালুর শুরুর দিকে, এ ব্যবস্থার আওতায় চীনা মুদ্রা রেনমিনপি-কে বিনিময়-মুদ্রা হিসেবে ব্যবহার করা হবে।
২০২২ সালের ৪ জুলাই, চীনের গণব্যাংক, হংকং সিকিউরিটিজ ও ফিউচার বিষয়ক তত্ত্বাবধান কমিটি, এবং হংকং আর্থিক ব্যবস্থাপনা ব্যুরো এক যৌথ বিজ্ঞপ্তিতে, হংকং ও মূল ভূভাগের মধ্যে সুদের হার বিনিময় বাজারসংক্রান্ত আন্তঃযোগাযোগ ও আন্তঃসংযোগ ব্যবস্থা চালুর কথা ঘোষণা করে। এই ব্যবস্থার মাধ্যমে চীনের মূল ভূভাগের ব্যংকগুলোর আর্থিক ডেরিভেটিভস বাজারে যোগ দিতে পারবেন বিদেশী পুঁজি বিনিয়োগকারীরা।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।