


মে ৬: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ইতিবাচক মন্তব্য ও প্রশংসাকে স্বাগত জানিয়েছে হংকংয়ের স্থানীয় সরকার। এর আগে, আইএমএফের প্রতিনিধিদল গতকাল (শুক্রবার) এক প্রাথমিক প্রতিবেদনে হংকংয়ের অর্থনীতির প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতার ভূয়সী প্রশংসা করে।
হংকংয়ের আর্থিক ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক ইয়ু ওয়েই ওয়েন বলেন, আইএমএফের প্রশংসাকে গুরুত্ব দেয় হংকংয়ের স্থানীয় সরকার। আর অঞ্চলটির অর্থ বিভাগের মহাপরিচালক ছেন মাও পো হংকংয়ের ইতিবাচক মূল্যায়ন করায় আইএমএফের প্রতিনিধিদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, আইএমএফের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও, হংকংয়ের আর্থিক ব্যবস্থা স্থিতিশীল আছে। প্রতিবেদনে হংকংয়ের ‘যৌথ পুঁজির তহবিল গড়ে তোলার’ মাধ্যমে বৈজ্ঞানিক নব্যতাপ্রবর্তনকে এগিয়ে নেওয়া, প্রতিভা আকর্ষণের ব্যবস্থা জোরদার করা, এবং আবাসিক জমি ও ভবন সরবরাহসহ বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।