


সিনচিয়াংয়ের প্রাচীন নাম ‘সি ইয়ু’, যার অর্থ পশ্চিম সীমান্ত এলাকা। প্রাচীনকাল থেকে এটি চীনের এক অবিচ্ছেদ্য অংশ। খৃষ্টপূর্ব ৬০ সালে, পশ্চিম হান রাজবংশের কেন্দ্রীয় ক্ষমতায় ‘সি ইয়ু’ প্রটেক্টরেট প্রতিষ্ঠিত হয়, যা ‘সি ইয়ুর’ সামস্টিক ব্যাপার নিয়ন্ত্রণ করতো। ১৮৮৪ সালে ছিং রাজবংশ আমলের সরকার সিনচিয়াংয়ে প্রদেশ স্থাপন করে। ১৯৪৯ সালে সিনচিয়াং শান্তিপূর্ণভাবে মুক্ত হয়। ১৯৫৫ সালের পয়লা অক্টোবর সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হয়।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।