


নু নদী উত্তর তিব্বতের টাংগুলা পর্বতমালার জিরে গেপা চূড়ার দক্ষিণ পাদদেশ থেকে উত্পন্ন হয়েছে। এটি ইয়ুননান প্রদেশ দিয়ে দেশের বাইরে প্রবাহিত হয়েছে। মিয়ানমারে প্রবেশ করার পর এটির নাম হয়েছে সালউইন নদী। এ নদীর তীব্র স্রোত ও গর্জনের জন্য একে ‘নু নদী’ বলা হয়। নু নদীর মোট দৈর্ঘ্য ৩২০০ কিলোমিটার। তবে, এর চীনা অংশের দৈর্ঘ্য ১৫৪০ কিলোমিটার। তিব্বতে এর দৈর্ঘ্য ও বার্ষিক প্রবাহিত পানির পরিমাণের দিক দিয়ে এটি ইয়ারলুং জাংবো নদীর পরেই দ্বিতীয় স্থানে রয়েছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।