


ইয়ারলুং জাংবো তিব্বতের বৃহত্তম নদী। এটি তিব্বতের শিগাতসে, লাসা, শানান ও লিনচি শহরের ২৩টি কাউন্টির মধ্য দিয়ে বয়ে গেছে। মেডোগ কাউন্টি অতিক্রমের পর এর নাম হয় ব্রহ্মপুত্র। সে অংশটুকু ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে পড়েছে। ইয়ারলুং জাংবো নদীর চীনা অংশের মোট দৈর্ঘ্য ২০৯১ কিলোমিটার (চীনের পঞ্চম দীর্ঘতম নদী) এবং চীনে এর মোট আয়তন ২ লাখ ৩৮ হাজার বর্গকিলোমিটার (আয়তনের দিক দিয়ে চীনের ষষ্ঠ বৃহত্তম নদী)। এটি বিশ্বে সমুদ্র পৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত নদীও বটে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।