


’
তিব্বত ছিংহাই-তিব্বত মালভূমির কেন্দ্রে অবস্থিত। এখানে আছে উঁচু ভূখণ্ড, হিমবাহ, নদী, হ্রদ। তিব্বতে ১০ হাজার বর্গকিলোমিটার বা তারচেয়ে বেশি আয়তনের নদীর সংখ্যা ২০টিরও বেশি; আর ২ হাজার বর্গকিলোমিটার বা তারচেয়ে বেশি আয়তনের নদীর সংখ্যা শতাধিক। এখানে আছে বিশ্ববিখ্যাত ইয়ারলুং জাংবো নদী, ‘লাসা’ নদী, ‘নিয়ান ছু’ নদী, ‘নি ইয়াং’ নদী, ‘ফালুংচাংপু’ ও ‘তুওসিউংচাংপু’-এর পাঁচটি শাখা-নদী। আরও আছে, ইয়াংসী নদী এবং ‘লান ছাং’ নদীর উচ্চ অববাহিকার অনেকগুলো উপনদীও রয়েছে। এটি উত্তর এশিয়া, দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ‘নদীর উত্স’। তিব্বতের নদীগুলোর মধ্য দিয়ে বছরে গড়ে পানি প্রবাহিত হয় ৪৪৮.২ বিলিয়ন ঘনমিটার।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।