


এপ্রিল ২৬: চীনের সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমচির মিতুং এলাকায় ‘ভ্রাম্যমান বইয়ের দোকান’ চালু হয়েছে সম্প্রতি। স্থানীয় নাগরিকরা নিজেদের বাসস্থানের কাছাকাছি এলাকা থেকে এই দোকানের সেবা নিতে পারেন। দোকানে আধুনিক কৃষি ও বৈজ্ঞানিক ক্ষেত্রের বিভিন্ন তথ্যসৃমদ্ধ গ্রন্থ পাওয়া যায়। এই দোকান স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করছে।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।