


এপ্রিল ২৬: চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অর্থনীতি ছিল চাঙ্গা। এ সময় অঞ্চলের অর্থনীতিতে দ্রুত উন্নয়নের ধারা বজায় থাকে। তিব্বতের স্থানীয় সরকার এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছে।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, প্রথম প্রান্তিকে স্থাপিত নতুন ব্যবসা-প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৪৯৩টি, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি। এর মধ্যে খুচরা শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৩০০৬টি, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩.৩ শতাংশ বেশি।
পাশাপাশি, উক্ত সময়ে নির্মাণ শিল্প খাতে রাজস্ব আয় বেড়েছে ৬৬.৩ শতাংশ। এ ছাড়া, বছরের প্রথম প্রান্তিকে বেসরকরি শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিক্রি বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ৬.৩ শতাংশ বেশি।
লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।